স্বাগতম
NextDigitLearner-এ

আমাদের লক্ষ্য

NextDigitLearner-এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-লেভেলের জন্য প্রস্তুত করা—ফ্রিল্যান্সিং নয়, বরং কর্পোরেট ও প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো দক্ষতা গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শুধুমাত্র টুল শেখা যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব অভিজ্ঞতা, সঠিক গাইডলাইন এবং ইন্ডাস্ট্রি মাইন্ডসেট।

গত ৭ বছরের ইন্ডাস্ট্রি অভিজ্ঞতা নিয়ে NextDigitLearner শিক্ষার্থীদের হাতে-কলমে শেখায়, বাস্তব কেস স্টাডি ও প্রজেক্টের মাধ্যমে ইন্ডাস্ট্রির কাজের পরিবেশের সাথে পরিচিত করে তোলে। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করা, যেন তারা আত্মবিশ্বাসের সাথে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারে এবং দীর্ঘমেয়াদে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারে।

NextDigitLearner-এ আমরা শুধু শেখাই না—আমরা শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি পর্যন্ত এগিয়ে নিয়ে যাই, যেখানে তারা দক্ষ, দায়িত্বশীল ও ভ্যালু-ড্রিভেন প্রফেশনাল হিসেবে নিজেদের প্রমাণ করতে পারে।

10 +

চাকরি প্লেসমেন্ট

100 +

শিক্ষার্থী

10 %

কোর্স সম্পন্ন করার হার

1 +

লাইভ কোর্স

যেখানে ইন্ডাস্ট্রি লিডারশিপ শুরু হয়

Pijush Chandra

Head Of Instructor | NextDigitLearner

আমি Pijush Chandra, NextDigitLearner-এর Head Of Instructor। গত ৭ বছরের বেশি সময় ধরে আমি সরাসরি ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি এবং সেই বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-লেভেলের জন্য প্রস্তুত করছি।

আমি বিশ্বাস করি, ফ্রিল্যান্সিং নয়—বরং কর্পোরেট ও প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য একজন শিক্ষার্থীকে প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই NextDigitLearner-এ আমি কাজ করছি এমন একটি লার্নিং সিস্টেম গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা বাস্তব ইন্ডাস্ট্রির কাজ, প্রজেক্ট, চিন্তাধারা এবং দায়িত্ববোধ শিখতে পারে।

আমার লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে শুধুমাত্র স্কিলফুল নয়, বরং একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল প্রফেশনাল হিসেবে গড়ে তোলা—যারা ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যারিয়ারে এগিয়ে যেতে পারে।

ট্রেনিং ডিপারমেন্ট'স

গ্রাফিক্স & মাল্টিমিডিয়া

ওয়েব & সফটওয়রর

ডিজিটাল মার্কেটিং

AI ওটোমেশন & এজেন্ট

মিডিয়া বায়িং