যেখানে ইন্ডাস্ট্রি লিডারশিপ শুরু হয়
Pijush Chandra
Head Of Instructor | NextDigitLearner
আমি Pijush Chandra, NextDigitLearner-এর Head Of Instructor। গত ৭ বছরের বেশি সময় ধরে আমি সরাসরি ইন্ডাস্ট্রির সাথে কাজ করছি এবং সেই বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি-লেভেলের জন্য প্রস্তুত করছি।
আমি বিশ্বাস করি, ফ্রিল্যান্সিং নয়—বরং কর্পোরেট ও প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য একজন শিক্ষার্থীকে প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই NextDigitLearner-এ আমি কাজ করছি এমন একটি লার্নিং সিস্টেম গড়ে তুলতে, যেখানে শিক্ষার্থীরা বাস্তব ইন্ডাস্ট্রির কাজ, প্রজেক্ট, চিন্তাধারা এবং দায়িত্ববোধ শিখতে পারে।
আমার লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে শুধুমাত্র স্কিলফুল নয়, বরং একজন আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল প্রফেশনাল হিসেবে গড়ে তোলা—যারা ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্যারিয়ারে এগিয়ে যেতে পারে।